ঢাকা: দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের বসতভিটা ও দোকান লুটপাটে বেশকিছু বাংলাদেশি সম্পৃক্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, দক্ষিণ আফ্রিকায় সফরকালে আমাকে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, ওখানে বাংলাদেশিদের বসতভিটা ও দোকান লুটপাটে বেশ কিছু বাংলাদেশি সম্পৃক্ত রয়েছেন। সেখানে সন্ত্রাসী গ্রুপের সঙ্গে কিছু বাংলাদেশির যোগাযোগ রয়েছে। এসব বাংলাদেশিরাই সন্ত্রাসীদের বলে দেয়, কোনো বাংলাদেশির কাছে বেশি টাকা পয়সা আছে। তাদের তথ্যেই লুটপাট হয়।
তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তাহীনতা নিয়ে দক্ষিণ আফ্রিকার নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা এ বিষয়ে আশ্বস্ত করেছেন। তবে, সে দেশে আইনের শাসন কড়াকড়ি নয় বলেও জানান ড. মোমেন।
দক্ষিণে আফ্রিকা ও দক্ষিণ সুদান সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
টিআর/ওএইচ/