ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এক জালেই ৮ পাখি মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এক জালেই ৮ পাখি মাছ

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে এক মাঝির জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৮টি পাখি মাছ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জেলেরা জানান, বুধবার (২৫ আগস্ট) বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় নুরুন্নবী মাঝি নামে একজনের জালে ৮টি পাখি মাছ ধরা পড়ে।

এর মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ৪টির ওজন ৫৫ কেজি করে ও অপরটির ওজন ৪০ কেজি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে মৎস্য বন্দর মহিপুরের আড়ৎ পট্টিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছগুলো এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

নুরুন্নবী মাঝি বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩টিসহ মোট ৮টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছগুলো এক আড়ৎদারের কাছে বিক্রি করা হয়েছে।

মহিপুর বন্দরের আড়তদার পিন্টু ভদ্র বলেন, মাছগুলো জেলেদের কাছ থেকে সাড়ে ৪৮ হাজার টাকায় কিনেছি। এগুলোকে ছোট-ছোট করে বিক্রির জন্য পাঠাবো।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির সাইন্টিফিক নাম সেইল ফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।

বাংলাদেশ সময় ঘণ্টা: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।