ঢাকা: গাজীপুরের শরিফপুর এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (১৯) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (২৫ আগস্ট) রাতে গাজীপুরের গাছা থানাধীন শরিফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, বিভিন্ন উগ্রপন্থী কন্টেন্ট, সাংগঠনিক আলাপ-আলোচনা ও পরিকল্পনা সংক্রান্ত স্ক্রিনশটের প্রিন্ট কপি ডিজিটাল এভিডেন্স হিসেবে জব্দ করা হয়।
এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন জানান, গত ১৫ মার্চ ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য পারভেজের অন্যতম সহযোগী হিসেবে উগ্রপন্থী কার্যক্রম পরিচালনা করছিলেন শরিফুল ইসলাম। তিনি সংগঠনের পুরানো ও নতুন সদস্যদের সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছিলেন।
গ্রেফতার শরিফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে শরিফুল ইসলাম উগ্রপন্থী মতবাদ প্রচার করছিলেন। অন্যদের জঙ্গীবাদে জড়াতে উৎসাহিত করে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ ও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেন। তাকে কামরাঙ্গীরচর থানায় গত ১৫ মার্চ দায়ের করা একটি মামলায় (নং-৩২) গ্রেফতার দেখানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
পিএম/কেএআর