ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয় মাসের এক শিশুকন্যা প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কাছে বিআরটিসি বাসের সঙ্গে মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এতে আরও পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়া উপজেলার সদরের ঢাকা-রাজশাহী মহাসড়কে পাবনা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো- গ-১১-০৮২১) সাথে বিপরীত দিক রাজশাহী থেকে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ১১-৯১৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বিআরটিসি বাসের ছয়জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুসাইফা নামের নয় মাসের এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রবিউল আজম বলেন, আহতদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় একটি মামলা হবে বলেও জানান এই পুলিশ কমকর্তা।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।