ঢাকা: আবাসন ব্যবসার নামে বাসা ভাড়া নিয়ে আড়ালে বিদেশি মদের রমরমা বাণিজ্য চালিয়ে আসছিলেন ফয়সাল। চাহিদা মতো রাজধানীর বিভিন্নস্থানে মদ সরবরাহ করে আসা ফয়সালের ওই বাসাটি ছিল মদের গোডাউন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-১ এর ১২৮ নম্বর রোডের ৬ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ওই বাসার আলমারি থেকে শুরু করে সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে। অভিযানে বাসাটি থেকে সর্বমোট ১৫০ বোতল বিদেশি মদ ও ১০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
জানা যায়, একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের মালিকের ছেলে ফয়সাল আবাসন ব্যবসার কথা বলে গুলশান-১ নম্বরের ওই বাড়িটি ভাড়া নেন। এ সময় ফয়সাল, গাড়ি চালক ইব্রাহিম ও আলমকে গ্রেফতারসহ দুইটি গাড়িও জব্দ করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর উপ-পরিচালক রাশেদুজ্জামান বলেন, আবাসন ব্যবসার আড়ালে ফয়সাল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বাসার আলমারি থেকে শুরু করে সব জায়গায় মদের বোতল পাওয়া গেছে। তারা এসব মদ কোথা থেকে সংগ্রহ করতেন কিংবা কতদিন ধরে সংগ্রহ করে কাদের কাছে সরবরাহ করতেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি বলেন, ফয়সালের কাছে ২০০৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের লাইসেন্স থাকলেও পরবর্তীতে তা আর নবায়ন করা হয়নি। আর মাদকের নিজস্ব লাইসেন্স থাকলেও এত মাদক মজুদ কিংবা সংরক্ষণ করা আইনগত কোনো বৈধতা নেই। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
পিএম/আরআইএস