ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান কমিউনিটি রেডিও হচ্ছে কমিউনিটি ভিত্তিক রেডিও। এ গণমাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের নিজেদের কথা সরাসরিভাবে বলার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে কণ্ঠহীনদের কণ্ঠস্বর সোচ্চার হওয়া ও শোনার সুযোগ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) মন্ত্রণালেয়র নিজ কার্যালয়ে ইউনেস্কো আয়োজিত রিজনাল কমিউনিটি রেডিও পলিসি ডায়ালগ এবং বাংলাদেশ, মঙ্গোলিয়া, নেপাল শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। দেশে অন্যান্য গণমাধ্যমের সঙ্গে প্রান্তিক জনপথের মানুষের মতামত প্রকাশের জন্য ১৭টি কমিউনিটি রেডিও চলমান রয়েছে। রেডিও এখন আর রেডিওতে সীমাবদ্ধ নেই। শ্রোতারা রেডিও শোনেন, তবে রেডিওতে নয়, মোবাইল ফোনে। রেডিও এখন দেখারও বটে। ফেসবুকে রেডিও দেখা যাচ্ছে টেলিভিশনের মতোই। কোনো কোনো রেডিওর রয়েছে ইউটিউব চ্যানেল।
তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে গণতন্ত্রের নিবিড় সম্পর্ক একটি সর্বজনস্বীকৃত বিষয়। কার্যকর ও ফলপ্রসূ গণতন্ত্রের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি হ্র্রাসসহ করোনা মহামারি মোকাবিলায় কমিউনিটি রেডিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, করোনার প্রকোপ কমিয়ে আনতে গ্রামীণ জনগণকে মহামারির ভয়াবহতা সম্পর্কে অবহিত ও সচেতন করা, নাগরিক সমাজের সংগঠনগুলো, সরকার, স্বাস্থ্যকর্মীদের এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। জনগণের জীবন-জীবিকা স্বাভাবিক রাখা এবং স্থানীয় বাজার, নাগরিক সমাজের সংগঠন এবং সরকারে মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে কমিউনিটি রেডিওগুলো ভূমিকা পালন করছে।
সভা আরও যুক্ত ছিলেন নেপালের যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহেন্দ্র বাহাদুর সখী, মঙ্গোলিয়ার সংসদ সদস্য মিসেস বি জারগালমা, মঙ্গোলিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান মি. জে খুনান, দক্ষিণ এশিয়ার ভিপি, এএমএআরসি এশিয়া-প্যাসিফিকের সাবেক প্রেসিডেন্ট সুবাস খতিওয়াদা, নেপাল উনেস্কোর চেয়ার হোল্ডার ও হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মিডিয়া চেয়ার অধ্যাপক বিনোদ পাভারালা, দক্ষিণ এশিয়ার ভিপি এএমএআরসি এশিয়া-প্যাসিফিক সুবাস খতিওয়াদা, ইউনেস্কো বেইজিং ক্লাস্টার অফিস পরিচালক এবং প্রতিনিধি অধ্যাপক শাহবাজ খান, বাংলাদেশের ইউনেস্কো এর প্রতিনিধি এবং দপ্তর প্রধান মিসেস বিট্রিস কালডুন।
বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
জিসিজি/আরআইএস