ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মমেক হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
মমেক হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে এ তথ‍্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। করোনায় মৃত তিনজন হলেন-  ময়মনসিংহের ফুলপুরের তোহিদা খাতুন (৫০), নেত্রকোনার কেন্দুয়ার ফজলুল রহমান (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জের মমতাজ উদ্দিন (৬৪)। উপসর্গ নিয়ে মৃত তিনজন হলেন- জামালপুর সদরের রহমত আলী (৬৪), রহমত ইসলাম (৩০) ও ময়মনসিংহ সদরের মোছা. পারভীন আক্তার।

তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১৭৬ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।