ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় মাথায় ইট পড়ে হনুফা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত হনুফার স্বামী মো. লিটন বাংলানিউজকে জানান, তাদের বাসা যাত্রাবাড়ী শেখদি কাজিরগাঁও এলাকায়। সকালে বাসা থেকে হেঁটে স্বামী-স্ত্রী বাজারে যাচ্ছিলেন। একপর্যায়ে শেখদী মসজিদের পূর্ব পাশে এলে একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হন হনুফা। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লিটন আরও জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে। হনুফা বাসায় দর্জির কাজ করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এজেডএস/ওএইচ/