ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে মহাপরিকল্পনা রয়েছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে মহাপরিকল্পনা রয়েছে 

রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সরকারের মহাপরিকল্পনা রযেছে।  

রোববার (২৯ আগস্ট) দুপুরে জেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি দীপংকর বলেন, কাপ্তাই হ্রদ এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। হ্রদটি থেকে যেমন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তেমনি মৎস্য সম্পদকে সমৃদ্ধ করছে। এছাড়াও গাছ-বাঁশ এবং যোগাযোগে হ্রদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, আমাদের সবাইকে হ্রদের রক্ষণাবেক্ষণে সচেতন হতে হবে। দূষণ এবং দখল থেকে হ্রদকে রক্ষা করতে হবে। এজন্য সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

এর আগে সকালে এমপি শহরের ফিসারিঘাট এলাকায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান  অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মো. আব্দুর রহিম, পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, আছমা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমাসহ মৎস্য গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পরবর্তী তিনজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট ও চল্লিশজন সুফলভোগীকে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।