ঢাকা: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানারা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও ড. শাহানারা বেগমের বিরুদ্ধে বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বর্তমানে অনুসন্ধান চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক।
একই সঙ্গে তার বিরুদ্ধে নতুন করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানেরও সিদ্ধান্ত নিয়েছে দুদক।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসএমএকে/এমজেএফ