মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে হামিম (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের শুক্কুর হাওলাদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পেছনের একটি1 গর্তে বৃষ্টির জমা পানিতে পড়ে ডুবে যায় হামিম। পরে বাড়িতে শিশুটিকে দীর্ঘ সময় না দেখে খোঁজ শুরু করে স্বজনরা। একপর্যায়ে ওই গর্তের পানি থেকে ভাসমান অবস্থায় হামিমকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসআরএস