ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ২৫ বছর পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কুড়িগ্রামে ২৫ বছর পর ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ২৫ বছর পলাতক থাকার পর চাল ও গম আত্মসাতের অভিযোগে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক খাদ্যগুদাম কর্মকর্তা কাজী আজানুল হককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ভোররাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাজী আজানুল হক কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত কাজী আনোয়ারুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাল ও গম আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। উক্ত মামলায় আদালত তার ১৬ বছর সাজা দেয়। মামলা হওয়ার পর থেকে আসামি পলাতক এবং আত্মগোপনে ছিলেন।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে তাকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।