ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
রামুতে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ক্যার্ভাডভ্যান চালক মো. নান্নু (৫২) পটুয়াখালী জেলার কালাপাড়া এলাকার লফিফ হাওলাদেরের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স বাংলানিউজকে জানান, চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানটির সঙ্গে চকরিয়া থেকে আসা কক্সবাজার মুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক প্রাণ হারান। এতে বাসের ১০ জনের বেশি যাত্রী আহত হন। এরমধ্যে বাসটির চালকসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।