ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল থেকে আসা পারাবত-১২ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (২৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পারাবত লঞ্চের ৩১২ নম্বর কেবিনের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, মাথায় সিঁদুর ও হাতে শাঁখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মের। লঞ্চের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে বরিশাল লঞ্চঘাটে একজন বয়স্ক লোক তাকে কেবিনে তুলে দিয়ে বেরিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এজেডএস/কেএআর