কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম নাদিম (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার নানশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
নাদিম করিমগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশুতিয়াপাড়া এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে। তিনি করিমগঞ্জ সরকারি স্কুল ও কলেজে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকায় পরিবারের আয়ের জন্য নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) কাজ করতো নাদিম। রোববার দুপুরে নানশ্রী এলাকায় একটি পানির পাম্প চালু করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাদিমের প্রতিবেশী মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসআরএস