গাজীপুর: ২০২১-২০২২ সালের জন্য ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৯৭ কোটি ৪০ লাখ ৮১ হাজার টাকা।
সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে রোববার (২৯ আগস্ট) মেয়র মো. জাহাঙ্গীর আলম এই বাজেট ঘোষণা করেন।
১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আব্বাস উদ্দিন খোকন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
ঘোষিত বাজেটে উল্লেখ্যযোগ্য আয় হচ্ছে- বিদেশি সাহায্যপুষ্ট ও ডিপিপি প্রকল্প বাবদ ১৯ হাজার ৯৫২ কোটি ৭২ লাখ ২৮ হাজার টাকা। রাজস্ব খাতে ৬৩২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। সরকারি উন্নয়ন হিসাব খাত বাবদ ১২৫ কোটি টাকা।
অপরদিকে ব্যয়ের উল্লেখ্যযোগ্য খাত হচ্ছে- বিদেশি সহায়তা ও ডিপিপি প্রকল্প বাবদ ১৯ হাজার ৬৯১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা। রাজস্ব খাতে ৫৬৭ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকা। সরকারি অনুদান ব্যয় ১৪০ কোটি ৬৭ লাখ টাকা।
অনুষ্ঠানে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন। সে বিবেচনায় এবার সর্বাধিক ২০ হাজার কোটিরও বেশি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা সিটি করপোরেশনে সমতাভিত্তিক উন্নন চাই। গাজীপুরকে গ্রিন সিটি-ক্লিন সিটি নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া বাজেটে যানজট নিরসন, পরিবেশ সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরএস/কেএআর