কক্সবাজার: কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল- ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে জনি (৫)।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স জানান, শিশু দুটি খেলার ছলে পাশ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এসবি/কেএআর