ঢাকা: চলমান দুঃসময়ে বিএসআরএম চট্টগ্রামের আন্দরকিল্লা সংলগ্ন জেনারেল হাসপাতালের আট সজ্জা বিশিষ্ট একটি অত্যাধুনিক এইচডিইউ বেশিরভাগ মেডিক্যাল সরঞ্জাম, আসবাবপত্রসহ ইউনিটটির ইন্টেরিয়ার সরঞ্জাম স্থাপনায় সার্বিক সহায়তা করে।
রোববার (২৯ আগস্ট) আনুষ্ঠানিক ভাবে এইচডিইউটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ড. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়ার কনসালটেন্ট ও ফোকাল পয়েন্ট কোভিড-১৯ ড. আবদুর রব এবং সিভিল সার্জন ড. শেখ ফজলে রাব্বি।
বিএসআরএম'র পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
কেএআর