সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে বাসের চাপায় জাকির আহমদ (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো চারজন।
রোববার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জের তকিপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং ছাতক সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা গোবিন্দগঞ্জের তকিপুর নামক স্থানে এসে পৌঁছায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালকসহ মোট ৫ জন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাকির আহমেদকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরএ