ঢাকা: রাজধানীর ভাটারায় রিগান রোজারিও (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে একটি বাসায় পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (২৯ আগস্ট) বিকেলের দিকে ভাটারার ছোলমাইদ এলাকায় একটি বাড়ির তৃতীয় তলা থেকে রিগানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, রিগান তার বোনের সঙ্গে নর্দ্দা সরদার বাড়ি এলাকায় থাকতেন। একটি মুদির দোকানে কাজ করতেন তিনি। তার বাবার নাম মৃত প্রফুল্ল রোজারিও।
গুলশান বিভাগের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিগানের মরদেহ পাওয়া গেছে ছোলমাইদ এলাকার একটি বাড়ির তৃতীয় তলায়। এটি একটি হত্যাকাণ্ড। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তার হাত দুটো বাঁধা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ মৃতদেহের হাতের কব্জিতে দাগ দেখা গেছে।
তিনি আরও জানান, বিস্তারিত সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। তবে যে বাসায় রিগানের মরদেহ পাওয়া গেছে, সেখানকার ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। তাদের খোঁজা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এজেডএস/এমএইচএম