হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে কাকাইলছেও পর্যন্ত ৭ কিলোমিটার সাব মার্জেবল সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ঢালাই উঠে ছোটবড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাত কিলোমিটার সড়কজুড়ে কিছুক্ষণ পরপরই ছোটবড় গর্ত ও খানাখন্দ। শমিপুর এলাকায় সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। সরকারিভাবে মেরামত না হওয়ায় স্থানীয় ব্যাটারিচালিত ইজিবাইক চালকরা ইট ফেলে গর্তগুলো ভরাট করেছেন।
এলাকাবাসী জানান, গত এক যুগে দুই দফায় ৭ কিলোমিটার সড়কটি ইটের সলিং থেকে সাব মার্জেবল রাস্তায় রূপান্তরিত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেও পর্যন্ত যোগাযোগের একমাত্র সড়ক এটি। কয়েক বছর ধরেই সড়কটিতে খানাখন্দ ও গর্ত। একবার কিছু অংশ মেরামত করলেও পরবর্তীকালে আর মেরামত হয়নি। বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ফলে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ভোগান্তিতে পড়েছেন কাকাইলছেও ইউনিয়নবাসী। পথচারীদেরও দুর্ভোগ হচ্ছে।
ব্যাটারি চালিত অটোরিকশার চালক শুকুর মিয়া বাংলানিউজকে বলেন, রাস্তাটির বেহাল দশার কারণে চলাচলে দুর্ভোগ হয়। কয়েকদিন পরপরই গাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেটি মেরামত করতে হয়। সরকারিভাবে মেরামত না হওয়ায় আমরা নিজেরা চাঁদা তুলে সড়কটি মেরামতের উদ্যোগ নিয়েছি।
এ বিষয়ে এলজিইডি’র উপজেলা প্রকৌশলী তানজির আহমেদ সিদ্দিকী বাংলানিউজকে বলেন, সড়কটি মেরামতের জন্য সম্ভাব্য ব্যয় নির্ণয় করা হয়েছে। এক মাসের মধ্যেই একটি প্রকল্প অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এনটি