ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বিএফইউজের নির্বাচন ২৩ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
বিএফইউজের নির্বাচন ২৩ অক্টোবর

ঢাকা: আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ত্রিবার্ষিক সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন এবং আগামী ২৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ আগস্ট) সংগঠনের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

তিনি জানান, শনিবার (২৮ আগস্ট) বিএফইউজের নির্বাচন পরিষদের সভায় (ভার্চ্যুয়াল) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদের সঞ্চালনায় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
ডিএন/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।