ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ক্ষেতলালে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
ক্ষেতলালে নিখোঁজ প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

জয়পুরহাটে: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর জাহানুর ইসলাম ডিপজল (২০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) ভোরে তুলশীগঙ্গা নদীর সন্নাসতলী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ডিপজল ওই উপজেলার জিয়াপুর গ্রামের আবু কালামের ছেলে।

জানা যায়, রোববার (২৯ আগস্ট) দুপুরের দিকে ডিপজল তার ছোট ভাই শহীদের (১৫) সঙ্গে সন্নাসতলী ব্রিজ এলাকায় মাছ ধরতে গিয়ে সবার অগোচরে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরী দলকে খবর দেওয়া হলে ওই দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত চেষ্টা করেও ডিপজলের কোনো সন্ধান মেলাতে পারেনি। পরে সোমবার ভোর ৬টার দিকে তার মরদেহটি ভেসে উঠে।

ক্ষেতলাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।