জামালপুর: ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের চার সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে।
জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (৩০ আগস্ট) এ কর্মসূচি পালন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, সময়টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সমকাল পত্রিকার আনোয়ার হোসেন, বাংলারচিঠির সম্পাদক জাহাঙ্গীর সেলিম, মানব কণ্ঠের কাফি পারভেজ, সচতন কণ্ঠের সম্পাদক বজলুর রহমান, দৈনিক কালের কণ্ঠের মোস্তুফা মজনু, জামালপুর প্রতিদিনের নির্বাহী সম্পাদক মজনু মোল্লা, ফটো সাংবাদিক শাহাবুল আকন্দ, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, খাদেমুল ইসলাম বাবুল, এলান শাহা, হাজী আবুল হাসেম প্রমুখ।
জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় বক্তরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এনটি