মানিকগঞ্জ: ফেরি সংকট আর মাঝ পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের সারি প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে।
যানবাহনগুলোকে ঘাট এলাকায় অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। তবে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি (প্রাইভেটকার, মাইক্রোবাস) অগ্রাধিকার ভিত্তিতে পার করা হলেও দীর্ঘ সময় অপেক্ষার পর পণ্য বোঝাই ট্রাকগুলোর ফেরির দেখা মিলছে।
সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টের সর্বশেষ অবস্থার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ।
পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের (ভাসমান কারখানা মধুমতি) এজিএম আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, ভাসমান কারখানায় ছোট ইউটিলিটি রজনীগন্ধা নামে একটি ফেরি মেরামতের জন্য আছে তবে নদীতে স্রোত থাকায় ফেরিগুলো চলাচল করতে বেগ পোহাতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, নদীতে স্রোত থাকায় ফেরিগুলো চলাচল করতে আগের থেকে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। আবার স্রোতের কারণে যান্ত্রিক ত্রুটি নিয়ে ফেরিগুলো ভাসমান কারখানা মধুমতিতে ঢুকছে এবং তা মেরামত করে পুনরায় ওই ফেরিগুলো নৌবহরে যুক্ত হয়ে যাত্রী ও যানবাহন পারাপারের কাজ করছে। তবে সময় আর স্রোতের কারণে বেশ সময় নিয়ে নৌপথ পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
বর্তমানে পাটুরিয়া ঘাটে তিন শতাধিক সাধারণ পণ্য বোঝাই ট্রাক ও শতাধিক যাত্রীবাহী পরিবহন পারের অপেক্ষায় আছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এনটি