ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

টিকা আসার সময়ের পরিবর্তন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
টিকা আসার সময়ের পরিবর্তন 

করোনা মোকাবিলায় সরকার গুরুত্ব দিচ্ছে দ্রুত টিকা সংগ্রহ ও মানুষকে টিকা দিয়ে সংক্রমণের ঝুঁকি কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

সেই ধারাবাহিকতায় সোমবার ৩০ আগস্ট, সন্ধ্যা সোয়া সাতটায়,হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কাতার এয়ারলাইনসে, আমেরিকা থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজার এর যে ১০ লাখ ডোজ ভ্যাক্সিন আসবার কথা ছিল, তা না এসে ১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় একই স্থানে, একই ফ্লাইটে দেশে পৌঁছাবে বলে জানা গেছে।

 

আরেকটি বার্তা পাওয়া গেছে। রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে এসে পৌঁছাবে কি না সেটিও পরে জানানো হবে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য আগেই জানানো হয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করার কথা রয়েছে।


বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।