ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারানো ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারানো ছাত্রলীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ: বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতায় নেমে দুর্ঘটনায় পা হারানো ছাত্রলীগ নেতা তুষার আহমেদ (২৬) অবশেষে মারা গেছেন।  

সোমবার (৩০ আগস্ট) ভোরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তুষার উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের জুলফিকার আলী ভুট্টোর ছেলে ও সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের সদস্য।  

এ ঘটনায় বায়েজীদ হোসেন নামে অপর এক আরোহী আহত হয়েছেন।  

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় দুর্ঘটনায় পা হারান তুষার।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তা জানান, গত শুক্রবার মোটরসাইকেল চালাতে গিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতায় নামেন তুষার। তিনি পেঙ্গুয়ারী পাগলা বাজার এলাকায় পৌঁছুলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তুষারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৮ আগস্ট) দুপুরে দুর্ঘটনাস্থলের পাশের খাল থেকে তার স্বজনরা বিচ্ছিন্ন হওয়া পা উদ্ধার করেন।  

সোমবার ভোররাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।