ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

দাকোপ ও বটিয়াঘাটায় ৫০০ পরিবার পেল খাদ্য সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
দাকোপ ও বটিয়াঘাটায় ৫০০ পরিবার পেল খাদ্য সহায়তা ...

খুলনা: খুলনার দাকোপ ও বটিয়াঘাটায় গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল, লবণ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ সহায়তা দেওয়া হয়।

সোমবার (৩০ আগস্ট) পৃথক দুটি সময়ে দাকোপ থানা প্রাঙ্গন ও বটিয়াঘাটা থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুলের সার্বিক সহযোগিতায় ৫০০ মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। দাকোপ থানা ও বটিয়াঘাটা থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, আমাদের সমাজে অনেক ধনবান ও বিত্তবান মানুষ আছেন। কিন্তু বিত্তবান মনওয়ালা মানুষ খুব কম আছে। শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে মহৎ মানুষের পরিচয় দিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন পুলিশ সুপার।

প্রধান অতিথি সবাইকে করোনার টিকা নিতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রাশেদ হাসান, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ও খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এমএ রিয়াজ কচি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।