ঢাকা: বিজ্ঞাপন শিল্পে দেশের সবচেয়ে বড় স্বীকৃতি ‘কমওয়ার্ড’-এর দশম আসরে দ্বিতীয় সর্বাধিক পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেছে বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সদ্যঘোষিত কমওয়ার্ড ২০২১-এ বিভিন্ন ক্যাটেগরিতে ২টি গোল্ড, ৯টি সিলভার এবং ১০টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ২১টি অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।
কোভিড সংক্রমণের প্রভাবে গত বছর কমওয়ার্ড অনুষ্ঠিত না হওয়ায় এবারের আসরে দুই বছরের কাজগুলোর পুরস্কার একসঙ্গে দেওয়া হয়েছে। অবশ্য এবারের পুরো আয়োজনটি শনিবার (২৮ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার শীর্ষ-অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি প্যানেল সেরা বিজ্ঞাপনগুলো নির্বাচিত করে।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবারে এগারোশোরও বেশি কাজ জমা পড়েছিল। তার মধ্য থেকে মিডিয়াকম-এর ব্র্যান্ড সেনোরা, মেরিল লিপ বাম, রিভাইভ ট্যালক, সেপনিল, রাঁধুনী, এটুআই মোট ২১টি পুরস্কার জিতে নেয়। যা এবারের আয়োজনে দ্বিতীয় সর্বোচ্চ।
ক্যাম্পেইন ফর উইমেন, ব্র্যান্ড এক্সপেরিয়েন্স, নেটিভ, কোভিড রেসপন্স, ডিজিটাল, আর্ট ডিরেকশন, প্রিন্ট, সোশ্যাল ক্যাম্পেইন, ফিল্ম, কপিরাইটিং, ফিল্ম ক্রাফটিং-সহ বিভিন্ন ক্যাটেগরিতে চমৎকার ক্যাম্পেইনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলো জিতেছে মিডিয়াকম।
মিডিয়াকমের এই সাফল্য দেশের বিপণন জগতে ক্রিয়েটিভ কমিউনিকেশনের উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানটির অব্যাহত ভূমিকার একটি সার্থক প্রতিফলন। মিডিয়াকমের কর্ণধারেরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
কেএআর