নীলফামারী: নীলফামারীতে তিস্তা নদীর স্পার বাঁধ ভেঙে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে আশ্রয়ণ প্রকল্প। এতে বাঁধের ধারে বসবাস করা প্রায় ২০০ পরিবার বিপাকে পড়েছেন।
জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ভেণ্ডাবাড়ীতে স্পার বাঁধের অবস্থান। ডান তীর বাঁধের নিয়ন্ত্রক স্পারটি রক্ষায় জিও ব্যাগ (বালুভর্তি বিশেষ ব্যাগ) ফেলা হলেও কোনো লাভ হয়নি।
সোমবার (৩০ আগস্ট) দিনগত রাত ২টার দিকে বাঁধটির ১০০ মিটার ভেঙে যায়। ফলে ভেণ্ডাবাড়ী এলাকার আড়াই হাজার পরিবারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা গোলাম রব্বানী বাবু বাংলানিউজকে বলেন, স্পার বাঁধটির মাঝ অংশ ঝুঁকির মুখে ছিল। সেখানে জিও ব্যাগ ফেলা হলেও ঝুঁকিতে ছিল শেষ অংশ। ৫০০টি জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হলেও দিনগত রাতে তা ভেঙে পড়ে। বাঁধ থেকে ২৫০ মিটার দূরে আশ্রয়ণ প্রকল্প। সেখানে ৩৯টি পরিবার বসবাস করে বলে জানান তিনি।
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, তিন দফায় তিস্তা নদীর পানি বেড়ে এলাকার শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে ভেণ্ডাবাড়ী ও ছাতুনামার চরের হাজারও পরিবার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বাংলানিউজকে বলেন, স্পার বাঁধটির ১০০ মিটার ভেঙে পড়েছে। জিও ব্যাগ ফেলে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। ওই এলাকায় শতাধিক পরিবার বসবাস করে। বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসআরএস