ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

করোনায় বাকৃবির প্রাক্তন শিক্ষক নজরুল ইসলামের মৃত্যু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
করোনায় বাকৃবির প্রাক্তন শিক্ষক নজরুল ইসলামের মৃত্যু নজরুল ইসলাম

বাকৃবি (ময়মনসিংহ): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম (৭০) মারা গেছেন।  

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

জানা যায়, অধ্যাপক নজরুল ইসলাম তিন মাস আগে প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর গত বৃহস্পতিবার দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন তিনি। অবস্থার খবনতি হলে গতকাল তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নজরুল ইসলাম ১৯৭২ সালে বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (তৎকালীন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ) থেকে অনার্স পাশ করেন এবং সেই বছরই ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।  

এরপর ১৯৭৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৫ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৯১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ১৯৮০ সালে ডেনমার্কের রয়েল ভেটেরিনারি ও কৃষি বিশ্ববিদ্যালয়, কোপেনহেগেন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  

কর্মজীবনে তিনি একাধিকবার বিভাগীয় প্রধান, অনুষদীয় ডিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক, পরিবহন অফিসার, শাহজালাল হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০১৬ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।