ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

করোতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
করোতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার উদ্ধার মর্টার শেল

পঞ্চগড়: পঞ্চগড়ের করোতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় পাওয়া একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ’৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহার হয়ে থাকতে পারে।

সোমবার (৩০ আগস্ট) দুপুরের দিকে পঞ্চগড় পৌরসভার সিঅ্যান্ডবি মোড় এলাকায় করতোয়া নদী থেকে ওই মর্টার শেলটি উদ্ধার করা হয়।  

জানা গেছে, পঞ্চগড় শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকার আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামে দুই পাথর শ্রমিক করতোয়া নদীতে পাথর ও বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় তারা বালুর স্তুপে একটি পুরোনো লোহার দণ্ডের মতো দেখতে পান। পরে তারা সেটি ওপরে তুলে নিয়ে যান।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মর্টার শেলটি উদ্ধার করা হয়েছে। এটি সচল না পরিত্যক্ত তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সৈয়দপুর সেনানিবাসে জানানো হয়েছে। সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করবে। আর তারাই এটার সম্পর্কে বিস্তারিত বলতে পারবে। মর্টার শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এটি ব্যবহার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।