নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে রাস্তার পাশের ডোবা থেকে পা বাঁধা অবস্থায় আব্দুর রহিম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবাঞ্ছারাম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রহিম একই উপজেলার ২০ নম্বর আণ্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমেদের ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ আবদুজ জাহের জানান, সকাল সাড়ে ৭টার দিকে ডোবায় রহিমের পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এসআরএস