ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে ময়লা ফেলায় ৬ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
সড়কে ময়লা ফেলায় ৬ জনকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর সড়কে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলায় ছয় জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পৃথক পৃথক ছয়টি মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

বুধবার ( ১ লা সেপ্টেম্বর) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল ইসলাম রাজীব।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, নগরী পরিচ্ছন্ন রাখতে দিনের বেলায় যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে সম্প্রতি নগরবাসীকে মাইকিং করে সর্তক করা হয়েছে। বিষয়টি নজরদারি রাখতে নগরীর ৫০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু এ আদেশ অমান্য হওয়ায় বুধবার দুপুরে নগরীর নতুন বাজার, সি.কে ঘোষ রোড এবং ধোপাখোলা মোড় এলাকায় ছয়টি পৃথক পৃথক মামলায় জরিমানা করা হয়।

এ সময় মসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী, সুপারভাইজার মো. রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১

এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।