ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু গাজী রুমা নাসরিন

রাজবাড়ী: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ীতে ডা. আবুল হোসেন কলেজের শিক্ষিকা গাজী রুমা নাসরিন (৪২) মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুমা নাসরিন রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা। স্বামী নাজমুল আলম চৌধুরী স্থানীয় অংকুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।  

মৃতের ভাই আল্লা নেওয়াজ খাইরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব জানান, কয়েক দিন আগে ছেলের ভর্তি পরীক্ষার জন্য রুমা নাসরিন ঢাকায় যান। সেখানে ছোট ভাইয়ের বাসায় ছিলেন তিনি। সেখান থেকে রুমা ও ছোট ভাইয়ের স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হন। শুক্রবার দু’জনের ডেঙ্গু ধরা পড়ে। এরপর রুমা রাজবাড়ীতে চলে আসেন। রাজবাড়ীতে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তিনদিন আগে তাকে ঢাকার শমরিতা হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রুমা নাসরিন মারা যান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।