ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
শ্রীপুরে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে আলামিন (২০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আলামিনের বাবা আব্দুল মালেক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন  বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বাড়ি থেকে কাজের উদ্দ্যেশ্যে বের হয়ে নিখোঁজ হন আলামিন।

জানা গেছে, আলামিন উপজেলার বেড়াইদের চালা লিচু বাগান এলাকার শাকিল ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন এবং বিভিন্ন শিল্প কল-কারখানায় সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। লিচুবাগান এলাকার মালেক, নীরব, শাহিদা গংদের সঙ্গে পূর্ব বিরোধ ছিল তার। গত ২৮ আগস্ট ওই ব্যক্তিরা আলামিনকে লিচুবাগান এলাকায় মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। তার কিছুদিন পর তিনি নিখোঁজ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, বুধবার ভুক্তভোগীর বাবা এ বিষয়ে অভিযোগ করেছেন। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলঅদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।