ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু ফাইল ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে গণি ইয়ামিন (১৪) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দর্শনায় হঠাৎপাড়া আনোয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়ামিন একই উপজেলার দুধপাতিলা গ্রামের আশরাফুল আলমের ছেলে। সে ওই এলাকায় হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

জানা গেছে, দুপুরের খাবার খাওয়ার উদ্দেশে বাইসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিল ইয়ামিন। পথে হঠাৎপাড়া রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর জখম হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক উদ্দিন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য ইয়ামিনের মরদেহ ওই হাসপাতাল মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।