মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মো. ফালান বেপারীর (৫৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আণ্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফালানের বড় ছেলে প্রবাসী শামিম বেপারীর কাছ থেকে জমি বিক্রয় সংক্রান্ত কথা বলে ১৪ হাজার টাকা ধার নেন কালাম। পরে জমির দলিল দিতে না চাইলে ভাতিজা শামিম ওই ধারের টাকা ফেরত চান চাচা কালামের কাছে। একপর্যায়ে তার চাচা ৪ হাজার টাকা দিয়ে বাকি টাকা দিতে গড়িমসি শুরু করেন। ওই টাকা ফেরত চাওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে কথা কাটাকাটি শুরু হয় ফালান ও কালামের মধ্যে। একপর্যায়ে উভয়ের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় বড় ফালানকে গাছের গুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন ছোট ভাই কালাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসআরএস