সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে জামাইকাটা হাওর থেকে আবু শান (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জামাইকাটা হাওরে নৌকা নিয়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন আবু শান। বৃহস্পতিবার হাওরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম আল মামুন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসআরএস