ঢাকা: অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সওজের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিব ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- শাহানা পারভীন (৫২), স্বামী জুনাইদ আহসান শিবিব (৬২), প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, টেকনিক্যাল সার্ভিসেস উইং, এলেনবাড়ী, তেজগাঁও, ঢাকা (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
জানা গেছে, স্বামী জুনাইদ আহসান শিবিবের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের উদ্দেশে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৮৩ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শান্তিযোগ্য অপরাধ করায় তাদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এসএমএকে/আরবি