ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
কাপাসিয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোঁসাইগাঁও মাঝিরঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফাইজ উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ৩০ আগস্ট নিখোঁজ হন তিনি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ফাইজ গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাবহ এলাকার বোরহান উদ্দিনের ছেলে।

জানা যায়, ফাইজ গরুর বেপারী ছিলেন। ব্যক্তিগত কাজে গত ৩০ আগস্ট ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে গত দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

এসআই এনায়েত কবীর বাংলানিউজকে জানান, নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। রাতে ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পিতা ও ভাই মরদেহ শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৮, সেপ্টেম্বর ৩, ২০২১।
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।