সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় একটি রিকশার ওপর উঠে যায় ২৫ টন ওজনের ক্রেন। এতে যাত্রীসহ দুইজন ক্রেনের নিচে চাপা পড়ে আছেন।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংহপুরের মেঘলা গার্মেন্টসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ক্রেনের নিচে আটকা পড়া রিকশার যাত্রীর নাম কালাম তবে চালকের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে রিকশায় করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে জামগড়া থেকে নরসিংহপুর যাচ্ছিলেন কালাম ও মেহেদি হাসান। পথে সরকার মার্কেট পার হলেই বাইপাইলগামী হজরত দেওয়ান আলী শাহ এন্টারপ্রাইজের একটি ক্রেন সামনে থেকে রিকশাটিকে চাপা দেয়। এসময় বুঝতে পেরে এক যাত্রী লাফ দিয়ে নেমে যান। সঙ্গে সঙ্গে ক্রেনটি রাস্তার ডান পাশে পড়ে যায় এবং নিচে আটকা পড়েন রিকশাচালক এবং অপর যাত্রী।
মেহেদি হাসান জানান, জামগড়া থেকে নরসিংহপুরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ রং সাইট দিয়ে একটি ক্রেন এসে আমাদের রিকশার ওপরে উঠে যায়। আমি লাফ দিয়ে নেমে গেলেও আটকা পড়ে কালাম ভাই ও রিকশা চালক।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুজন ভেতরে আটকা আছে। তাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। ক্রেনটি বড় হওয়ায় অন্য ক্রেনের সাহায্যে তুলার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
আরএ