ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

স্কেটিং সাইকেলের হাতল পেটে বিঁধে আহত শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
স্কেটিং সাইকেলের হাতল পেটে বিঁধে আহত শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বাসার ভেতর স্কেটিং সাইকেল চালানোর সময় হাতল পেটে বিঁধে রাফিয়া হাসান ঐষি (১২) নামে আহত এক শিশুর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঐষি স্থানীয় একটি স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করেছে। বর্তমানে সে হাফিজিয়ায় পড়তো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পরেই তাকে জরুরিভাবে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের বাসায় এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার শিশুটির মা সনিয়া সুলতানা বলেন, চার তলায় বাসার ভেতর ছোট ভাই মোহাম্মদ রাইয়ার আহসানের সঙ্গে খেলছিল ঐষি। বাসার ভেতর স্কেটিং সাইকেল চালাচ্ছিল সে। হঠাৎ সাইকেলটির হাতলের অংশটুকু খুলে যায়। পরে ওই স্টিলের পাইপটি তার পেটে বিঁধে যায়। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।