ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ক্রেনের নিচ থেকে জীবিত উদ্ধার যাত্রী, খোঁজ মিলেনি চালকের

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ক্রেনের নিচ থেকে জীবিত উদ্ধার যাত্রী, খোঁজ মিলেনি চালকের চাপা পড়া যাত্রীকে উদ্ধার করে গাড়িতে তোলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় রিকশার ওপর ক্রেন উঠে যাওয়ার ঘটনায় দীর্ঘ দুই ঘণ্টা পর কালাম (৪০) নামে এক যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে রিকশাটির চালকের কোনো হদিস মেলেনি।

ক্রেনটি একটু সরাতে পারলেও প্রায় আগের অবস্থানেই রয়ে গেছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে ওই যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এর আগে দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় মেঘলা গার্মেন্টসের সামনে একটি রিকশার ওপর উঠে যায় ২৫ টন ওজনের একটি ক্রেন। এতে রিকশাচালক ও এক যাত্রী ক্রেনের নিচে চাপা পড়েন।
 
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে রিকশায় করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে জামগড়া থেকে নরসিংহপুর যাচ্ছিলেন কালাম ও মেহেদি হাসান। পথে সরকার মার্কেট পার হলেই বাইপাইলগামী হজরত দেওয়ান আলী শাহ এন্টারপ্রাইজের একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে তাদের রিকশাটিকে চাপা দেয়। এসময় মেহেদি লাফ দিয়ে নেমে গেলেও  ক্রেনের নিচে পড়েন কালাম ও রিকশারচালক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, আমরা এসেই আগে কালামকে এবং ক্রেনের ভেতরে অক্সিজেন দেই। কিছুক্ষণ পর আরেকটি বড় ক্রেন নিয়ে এসে ক্রেনটিকে একটু সরিয়ে কালামকে জীবিত উদ্ধার করা হয়। কালামকে জীবিত উদ্ধার করা গেলেও রিকশাচালকের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায়সহ পুলিশ সদস্যরা৷

** রিকশার ওপর উঠে গেল ক্রেন, উদ্ধারে ফায়ার সার্ভিস

 

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।