গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বজ্রপাতে ইকবাল শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের পুর্বপাড়া গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল শেখ ওই গ্রামের সিরাজুল শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম নাসিম বাংলানিউজকে জানান, দুপুরে বৃষ্টির মধ্যে গবাদি পশুর জন্য জমিতে ঘাস কাটতে যান কৃষক ইকবাল শেখ। এ সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬১৮, সেপ্টেম্বর ০৩, ২০২১
এনএইচআর