ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে মোবাইল চুরির দায়ে আওয়ামী লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
বকশীগঞ্জে মোবাইল চুরির দায়ে আওয়ামী লীগ নেতা কারাগারে সালেহ আহাম্মেদ ময়না

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে মোবাইল চুরির দায়ে নিলক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি সালেহ আহাম্মেদ ময়নাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।

 

বকশীগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২৬ আগস্ট নিলক্ষিয়া বাজারের ফজলু মিয়ার মোবাইল ফোনের দোকানের টিনের বেড়া কেটে ২১টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক ফজলু বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযানে নামে এবং বিভিন্ন তথ্য ও সোর্সের মাধ্যমে মোবাইল চুরির ঘটনায় জড়িত মনু মিয়া ও রবিনকে দুর্গম চরাঞ্চল থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, চুরির সাথে আবু সালেহ ময়নার জড়িত। পরে আদালতের আদেশে শুক্রবার সকালে নিলক্ষিয়া বাজার থেকে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।