ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

র‌্যাবের অভিযানে পৌনে দুই লাখ জাল টাকা উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
র‌্যাবের অভিযানে পৌনে দুই লাখ জাল টাকা উদ্ধার, আটক ২

সিরাজগঞ্জ: নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে পৌনে দুই লাখ জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে সিংড়া উপজেলার শালিখা সর্দার পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- সিংড়া উপজেলার কলিগ্রাম এলাকার শাহানুর মৃধার ছেলে রাজু আহম্মেদ (৩৫) ও একই গ্রামের মৃত সলেমান মৃধার ছেলে আব্দুল মান্নান (৩৪)।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালিখা সর্দার পাড়ায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৫টি ১ হাজার টাকার (১ লাখ ৭৭ হাজার) জাল নোট উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে নাটোর জেলার বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর আটকদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।