সিরাজগঞ্জ: নাটোরের সিংড়া এলাকায় অভিযান চালিয়ে পৌনে দুই লাখ জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে সিংড়া উপজেলার শালিখা সর্দার পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শালিখা সর্দার পাড়ায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭৫টি ১ হাজার টাকার (১ লাখ ৭৭ হাজার) জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে নাটোর জেলার বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের পর আটকদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
আরএ