ঢাকা: শুক্রবার (৩ সেপ্টেম্বর) সারাদেশে ২৩ জনের অপমৃত্যু হয়েছে।
বাংলানিউজের সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো রিপোর্ট-
হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার চারদিন পর আবিদুর রহমান (১৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আবিদুর নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুরের পাতা মিয়ার ছেলে। গত ৩১ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বাংলানিউজকে জানান, নিখোঁজ আবিদুরের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। শুক্রবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
নীলফামারী: শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের তহশিলপাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মুরসেদা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুরসেদা ওই উপজেলার সাকোয়ার জোরপাকুরী এলাকার আবুল হোসেনের স্ত্রী।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর: প্রেমিকা কথা বলা বন্ধ করে দেওয়ায় গাংনী উপজেলার পৌর এলাকার ভিটাপাড়ায় গলায় ফাঁস দিয়ে লিখন (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর: মেহেরপুরে বেলা ১১টার দিকে জুগিন্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলেক হোসেন (৪৫) নামে ডিশ লাইনের এক মিস্ত্রি নিহত হয়েছেন।
তিনি উপজেলার হাসনাবাদ কলোনি গ্রামের ভোলা শেখের ছেলে।
সদর থানার ওসি শাহ দারা খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের মাঝিড়া এলাকায় ট্রাকচাপায় রাজকুমার দেবনাথ রিপন (৩৬) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে একটি অটোরাইস মিলে কর্মরত অবস্থায় রাজু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রাজু সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর গ্রামের রাসেল আলীর ছেলে।
সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পুরান আইরমারী গ্রামে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে উকিল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর আবিদুর রহমান (১৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবিদুর নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুরের পাতা মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
বেনাপোল (যশোর): শার্শার কাজিরবেড় গ্রামে আগুনে পুড়িয়ে মনিরুল ইসলাম (৪০) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিথি বেগম নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মনিরুল মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের বাসিন্দা।
শার্শা থানার ওসি বদরুল আলম বাংলানিউজকে জানান, বিথির সঙ্গে নিহত মনিরুল ইসলামের পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে।
সাভার (ঢাকা): সাভারে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় কামরুল হাসান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতার যুবকের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ব্রিজঘাট তাঁতীপাড়া এলাকায় ভ্যান ধাক্কায় ইয়াসমিন আক্তার (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপী বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
কাহালু থানার এসআই মহিউদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পূর্বপাড়ায় বানের পানিতে ডুবে সোহাগ আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোহাগ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশিলদারপাড়ার একটি পুকুর থেকে আরমান হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরমান মিস্ত্রিপাড়া মন্দির রোড়ের মৃত. ময়নুদ্দিনের ছেলে। তিনি মানসিক ও মৃগী রোগী ছিলেন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় গ্রামে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আবদুল্লাহ ওই গ্রামের মাসুদুর রহমানের ছেলে। শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়নের চারিগ্রাম এলাকায় পুকুরে পানিতে ডুবে তানিয়া (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বিকেলে এ ঘটনা ঘটে। তানিয়া ওই এলাকার পল্লী চিকিৎসক আনোয়ার হোসেনের মেয়ে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।
নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রিসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুত্বর আহত হন সহযোগিতা করতে আসা অপর এক উদ্ধারকারী। দুপুরে উপজেলার চরমান্দালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের হাসিম মিয়ার ছেলে হাসান মিয়া (৩০) ও একই এলাকার মিন্টু মিয়ার ছেলে মোবারক হোসেন (১৬)। আহত অন্যজনের নাম সজিব মিয়া।
স্থানীয়রা জানায়, গ্রামের লালু মিয়ার বাড়িতে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি হাসান। এ সময় ভেতরে জমাট হওয়া দূষিত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে উদ্ধার করতে প্রতিবেশী ইজিবাইকচালক মোবারক ভেতরে নামেন। তারও কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের দু’জনকে উদ্ধার করতে ভেতরে নামেন আরেক প্রতিবেশী সজীব। তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তার সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোবারক ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর সজীবকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ভৈরব উপজেলার ভাগলপুর হসাপাতালে নেওয়া হয়।
মনেহরদী থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, জেলার শিবপুরে পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের চিনাদি বিল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- ওই ইউনিয়নের দরগাবন্দ গ্রামের মো. আলীর মেয়ে শারমিন আক্তার (৭) ও সাধারচর গ্রামের সুমন মিয়ার মেয়ে মিনহা আক্তার (৭)।
শিবপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রহমান (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুরের গ্রামের বাড়ি বরিশাল জেলার গলাচিপা থানায়। সে স্বপন মিয়ার ছেলে। আব্দুর নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া চিতাসাল এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ডোয়ার আলী সিকদার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে খুরশিদা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। খুরশিদা একই এলাকার জাফর আহমদের স্ত্রী।
লোহাগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিক তদন্তে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
জেডএ/এসআরএস