ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (৩ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, সিরিজের দ্বিতীয় ম্যাচেও জিতেছে দারুণ নৈপুণ্যে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। টাইগাররা যেকোনো দলের বিপক্ষেই জিততে সক্ষম।
তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের বাকি ম্যাচেও বাংলাদেশ দলের বিজয়ের এ ধারা অব্যাহত থাকবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এসএমএকে/আরবি