ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেট জেলা আ.লীগের সভাপতি লুৎফুর রহমানের দাফন সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
সিলেট জেলা আ.লীগের সভাপতি লুৎফুর রহমানের দাফন সম্পন্ন লুৎফুর রহমানের জানাজায় অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ

সিলেট: শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানকে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় নগরের আলিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে মানিকপীর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন দরগা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।

এর আগে আলীয়া মাদরাসা মাঠে তার জানাজায় অংশগ্রহণ করতে হাজার হাজার মানুষ ভিড় করেন। জানাজার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।

এ সময় তার বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় সিলেট মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয় তাকে।

জানাজার পূর্বে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

এরপর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লুৎফুর রহমানের ছেলে অধ্যাপক লুৎফুর এলাহি কাওসার স্বপন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩,২০২১
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ